September 21, 2018, 12:08 pm

শিরোনাম :
চুনারুঘাটে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ দুদকের তদন্ত শুরু, বেরিয়ে আসছে অজানা কাহিনী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার হবিগঞ্জকে সুশৃংখল জেলায় রূপান্তর করতে সক্ষম হব আইসিবির ৫ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে ১২ মামলা ‘সরকারের চাপে পদত্যাগ ও নির্বাসিত হতে বাধ্য হয়েছি’ আপত্তি সত্বেও সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাস যুগ্মসচিব পদে পদোন্নতির সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কারও মান-অভিমান ভাঙানোর ইচ্ছে নেই: প্রধানমন্ত্রী সাভারে পুলিশ সোর্স নয়নকে পিটিয়ে হাত-পা ভাঙ্গলো সন্ত্রাসীরা শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ প্রতিবন্ধী কোটা রাখতে সংসদীয় কমিটির সুপারিশহাতে হাত রেখেছিলে কেনো?

হাতে হাত রেখেছিলে কেনো?


হাতে হাত
রেখেছিলে কেনো ?
জাকির হোসাইন তাহের কাজল
—————–
তুমিও ফিরে গেলে,
যেমনটা ফিরে যায় কোনো সন্ন্যাসিনী !
আবার অনেকেই
ফিরেও যাবে,
কারণ ওরা অতিথি !
তুমিও কি তাই ?
তুমি তো অনেক নও!
তুমি তো একটাই
আকাশের মতো ।——
তুমি আছো গল্পে,
তুমি আছো কবিতায় !

তুমি তো শুধু হাত ছুঁয়ে দেখো নি,
রেখেছিলে হাতে হাত !
হাতে হাত রাখা কি এত সহজ ?
হাতে হাতে রক্ত সঞ্চালিত হয়,
দেবদারু হয়ে আকাশ ছোঁয়,
প্রসারিত হয় কোটি কোটি আলোকবর্ষ !
মৃদু কম্পন থেকে বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয় !
মহীরূহ হয়ে থাকে দুজনার সম্পর্ক!
শুধু থাকেনা গোগ্রাস !

তুমিও মুখ ফিরিয়ে নিলে ,—-
কারণটা আজও জানা হয়নি !
কি ভুল ছিল আমার ?
অথচ দেখো,
সময়ই ক্ষমা করেনি আমাদের !
সমুদ্রে ভাসমান শৈবাল
আজ দু’জনা।

আয়নায় নিজেকে দেখেছো কি ?
সময়টা আজ মরা গাং,
জেলেদের জলে ভয় ,
মাছরাঙ্গা আজ মগ ডাল ছাড়া,
আকাশে আজ চৈত্রের মতো মাঠ ফাটা আবরণ !
বাতাসে বিদ্রুপের ভ্যাপসা গন্ধ !
নাক সিঁটকে হাঁটে অথর্ব জীবন,
এ যেন ধারাবাহিক নাটকের শেষ অধ্যায় !
অথচ তোমাকে কখনোই বোঝাতে পারিনি, হাত ছুঁয়ে দেখা,আর হাতে হাত রাখা
এক কথা নয় ।
যেমনটা এক কথা নয়,——
কথা বলা,আর কথা দেওয়া।।

খবরটি শেয়ার করুন..


Loading…


© All rights reserved 2018 somoyersangbad24.com
Desing & Developed BY ThemesBazar.Com